Header Ads

  • সর্বশেষ খবর

    চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার


    নিজস্ব প্রতিবেদক:
    বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের রাজারামপুর মালোপাড়ায় একটি ধানখেতের পাশে আম গাছ থেকে গলায় দঁড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। তবে তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে এটি নিশ্চিত করেছে একটি সূত্র। সে ঐ এলাকায় একটি ইটভাটায় শ্রমিক ছিল বলেও জানা গেছে।
    স্থানীয় এলাকাবাসী শামসুল নাঈম, কাজি গালিব হোসেন ও এসআই মো. ইয়াছিন আরাফাত এ প্রতিবেদককে জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে এক ব্যক্তি। সকালে স্থানীয় এলাকাবাসী লাশটি দেখে থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে মোবাইল ও কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ।
    সকাল ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই মো. ইয়াছিন আরাফাত ##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728