Header Ads

  • সর্বশেষ খবর

    চঞ্চল-তিশা ঈদের সাত পর্বের ধারাবাহিকে


    বিনোদন ডেস্ক:
    সুন্দর আলী শ্যাম নগর গ্রামের বিখ্যাত একজন পালাকার। তার অভিনয়ের সুনাম অত্র এলাকায় পূর্ণিমার আলোর মত ছড়িয়ে পড়েছে। মামা রমিজ সরকার ভাগিনার প্রতিভায় মুগ্ধ। নতুন পালার রির্হাসেল নিয়ে ব্যস্ততা চলছে সুন্দও আলীর নাটকের দলে। এমন সময় পালার নাইকা ডালিয়া এসে জানায় সে আর অভিনয় করবে না। সুন্দর আলী বিপাকে পড়ে যায়। ঠিক এই সময়ে সুন্দর আলীর জীবনে সেফালী আসে নাটকের নাইকা হয়ে। সেফালী তার অভিনয় দিয়ে সুন্দর আলীর মন জয় করে নেয়। এমনই গল্পনিয়ে নির্মিত হয়েছে ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সুন্দর আলীর অপেরা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে পালাকারের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সেফালী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। নাটকটিতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, কেয়া আক্তার পায়েল, নিকুল মন্ডল প্রমুখ। ঈদুল ফিতর উপলক্ষে দীপ্ত টিভিতে সাত পর্বের বিশেষ ধারাবাহিকটি প্রচারিত হবে ঈদের ১ম দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায়।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728