Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে চাঁদার দাবিতে প্রকৌশলীকে মারপিট, আটক ১


    নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে চাঁদা দিতে অস্বীকার করায় প্রকৌশলীসহ মিস্ত্রী ও শ্রমিককে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হলে সাগর নামের এক দুর্বৃত্তকে আটক করেছে আরএমপি রাজপাড়া থানা পুলিশ।

    মামলা থেকে জানা যায়, বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের শুরু থেকেই বুলনপুরের সাদিয়ার রহমান ভূটানের ছেলে সাগর (২৫) গংরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। গত ২৪ এপ্রিল তারা আবারো উল্লেখিত চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা কাজ করতে না দেয়া, প্রাণে মেরে ফেলার হুমকিসহ গালাগালি দিয়ে চলে যায়। কাজের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা চেয়ে সেদিনই রাজপাড়া থানায় অভিযোগ দেয়া হয়।

    সোমবার (৪ মে) সকালে সাগরসহ আরো ৪/৫ জন ভবনের কাজের বাধা দেয় এবং আবারো চাঁদার দাবিতে মিস্ত্রি ও শ্রমিককে মারপিট করে। এছাড়াও প্রকৌশলী সন্তোষ দেব ও কার্যসহকারি মোস্তফাকেও লাঞ্চিত করে। এ সময় রাজপাড়া থানায় জানালে পুলিশ সাগরকে আটক করে। এব্যাপারে রাজপাড়া থানায় ৫ জন নামীয়সহ ৮/৯ আসামী করে মামলা করা হয়েছে। আসামীরা হলো, বুলনপুর এলাকার সাদিয়ার রহমান ভূটানের ছেলে সাগর, বুলবুলের ছেলে রোমিও, সাদিয়ার রহমান ভূটান, ইলিয়াস আলীর ছেলে নান্নু, আজিম উদ্দিনের ছেলে রিয়াদসহ অজ্ঞাতনামা ৪/৫জন। জানা গেছে, সাদিয়ার রহমান ভূটানের ছেলে সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728