চারঘাট পৌরসভার ১৭০০ পরিবারকে যুবলীগ সভাপতি মামুনের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদকঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের নির্দেশে রাজশাহীর চারঘাট পৌরসভায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, অসচ্ছল ও হতদরিদ্র ১৭০০ পরিবারের মাঝে উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুনের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার চারঘাট পৌরসভার বিভিন্ন এলাকার ১৭০০ জন দুস্থ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ এবং পোলাও চালসহ অন্যান্য সামগ্রী। এর আগেও তিনি পৌরসভার প্রায় ২ হাজার জন কর্মহীন পরিবারকে খাদ্য সহযোগিতা করেন।
যুবলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুনের কাছে থেকে খাদ্য সামগ্রী পেয়ে পৌর সদর এলাকার বাসিন্দা অসহায় দিনমজুর রুস্তুম আলী বলেন, ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী পেয়ে অনেক আনন্দ লাগছে। মামুন ভাইয়ের প্রতি দোআ রইলো। আল্লাহ তাকে আগামীতে আমাদের জনপ্রতিনিধি হিসাবে উপস্থাপন করুন।
এ ব্যাপারে চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন বলেন, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভাইয়ের নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে সমস্যায় আছে এমন পরিবার চিহ্নিত করেছি। কে কোন দলের তা দেখিনি। প্রয়োজন আছে এমন পরিবারের তালিকা তৈরি করেছি। তালিকা অনুযায়ী ব্যাক্তিগত তহবিল থেকে ওইসব বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।
করোনা পরিস্থিতি শুরুর পর থেকে এ পর্যন্ত উপজেলায় সব মিলিয়ে প্রায় ০৩ হাজার ৭০০ কর্মহীন ও দরিদ্র পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে পেরেছি। চারঘাটের মানুষের জন্য এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
No comments