Header Ads

  • সর্বশেষ খবর

    শেষ ম্যাচ মায়ের সামনে খেলতে চেয়েছিলাম: টেন্ডুলকার


    দর্পণ নিউজ ডেস্ক : ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকা করলে প্রথম সারিতেই থাকবে শচীন টেন্ডুলকারের নাম। অবাক হলেও সত্য, ভারতীয় ক্রিকেট ঈশ্বর ২৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও তার খেলা দেখতে আসেননি মা রজনী টেন্ডুলকার। তাই নিজের শেষ ম্যাচটা মায়ের সামনে খেলতে চেয়েছিলেন তিনি। অবশ্য ছেলের এই ইচ্ছেটা পূরণ করেছিলে মা।

    রোববার মা দিবস উপলক্ষে ভারতে করোনার বিরুদ্ধে লড়ে যাওয়া কিছু বীরাঙ্গনাদের সঙ্গে লাইভ আড্ডা দেন শচীন। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিস্ময়কর শোনালেও সত্যি, ওই এক বারই (ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ) আমার খেলা দেখতে মা উপস্থিত ছিলেন। ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওটাই আমার শেষ ইচ্ছা ছিল।’

    লিটল মাস্টার বলেন, ‘আমি এন শ্রীনিবাসনকে (ভারতীয় ক্রিকেট বোর্ডের তৎকালীন প্রেসিডেন্ট) ফোন করে বলেছিলাম, ওয়াংখেড়েতে আমার শেষ ম্যাচটা মায়ের চোখের সামনে খেলতে চাই। চব্বিশ বছর ধরে আমি ভারতের হয়ে খেলেছি কিন্তু মা কখনো আমার খেলা দেখতে মাঠে আসেননি। এন শ্রীনিবাসন সেই অনুরোধ রেখেছিলেন।’

    আন্তর্জাতিক ক্রিকেটে শতকের শতক করা একমাত্র ব্যাটসম্যান যোগ করেন, ‘ভারতের হয়ে খেলা তো ছেড়েই দিন, স্কুল জীবন থেকেই মা কখনো আমার খেলা দেখেননি। তাই আমি চেয়েছিলাম, ক্রিকেট থেকে বিদায় নেয়ার আগে অন্তত এক বার মাঠে এসে মায়ের খেলা দেখার অভিজ্ঞতা হোক। চেয়েছিলাম এক বার মাঠে এসে সরাসরি মা দেখুন, গত চব্বিশ বছর ধরে ছেলে কী করছিল।’

    ছেলের ইচ্ছাপূরণে মা ঠিকই শেষ পর্যন্ত এসেছিলেন। সেই মূহুর্তের কথা স্মরণ করে মাস্টার ব্লাস্টার বলেন, ‘ওয়াংখেড়েতে দিনের শেষ ওভারটা যখন আমি খেলছিলাম, প্রত্যেকটা বলের পরে মাঠের জায়ান্ট স্ক্রিনে আমার পরিবারকে দেখাচ্ছিল। বাইশ গজে দাঁড়িয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা তখন খুব কঠিন হয়ে যাচ্ছিল। বিশেষ করে মায়ের মুখটা যখন ভেসে উঠছিল জায়ান্ট স্ক্রিনে। ক্রিকেট চিরদিন থাকে না, কিন্তু মায়ের ওই মুখটা, আমি ব্যাট করছি আর তার মুখের সেই প্রতিক্রিয়াটা বাকি জীবন আমার সেরা স্মৃতি হয়ে থাকবে।’##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728