Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে স্বাস্থ্যবিধি না মেনে ঈদ আনন্দ করতে গিয়ে অটো উল্টে তিনজন আহত


    নিজস্ব প্রতিবেদক:
    মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে জনাসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করার কথা বলা হয়েছে। এরপরও অনেকে নির্দেশ অমান্য করে ঈদ আনন্দ করতে বাইরে বের হচ্ছে অনেকে। চারঘাটে ঈদ আনন্দ করতে গিয়ে অটো গাড়ি উল্টে তিন যুবক আহত হয়েছেন। আজ সোমবার বেলা বারোটার দিকে বানেশ্বর-চারঘাট মহাসড়কের মহিলা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    চারঘাট ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের বাড়ি পুঠিয়া উপজেলার জামিরা গ্রামে।

    প্রত্যক্ষদশীরা জানান, অটো গাড়িতে গান বাজিয়ে ৬ জন যুবক নেচে-গেয়ে ঈদ আনন্দ করছিল। একপর্যায়ে নাচতে নাচতে অটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের পানিতে গিয়ে পড়ে। এতে নিচে চাপা পড়ে তিনজন গুরুতর আহত হয়।

    চারঘাট ফায়ার স্টেশনের সেকেন্ড অফিসার জহুরুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পোঁছায়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
    চারঘাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতৃব্যরত চিকিৎসক ডা: শংকর জানান, আহতের একজন হাতে এবং একজন কোমরে আঘাত পেয়েছে। তবে তারা শঙ্কা মুক্ত।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728