সরকারি আদেশ অমান্য করে দোকান খোলায় ৬ টি দোকান মালিকের মোট ২১ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ সচেতনতায় সরকারিভাবে দোকানপাট খোলার নিষেধাক্কা রয়েছে প্রশাসনের। এই নির্দেশনা অমান্য করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে গোপনে দোকন খুলে কেনা বেচা চলছিলো।
শুক্রবার সকালে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মাদ ইমরানুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এই সময় তিনি গোদাগাড়ী সদর মার্কেটে গার্মেন্টস, কমমেটিক, জুতা-স্যান্ডেলেসহ বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীরা দোকানের বাইরের দরজা বন্ধ রেখে ভেতর থেকে গোপনে পণ্য বেচাকেনা করছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুল হক গোদাগাড়ী মডেল থানা পুলিশের সহযোগিতায় তল্লাশি শুরু করে। এই সময় ৬ টি দোকানের মালিক ও কর্মচারীকে দোকান হতে হাতে নাতে ধরে ফেলে।
সরকারি আদেশ অমান্য করায় পরে ৬ টি দোকানমালিক কে মোট ২১ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত আছে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে ছাড় দেওয়া হবে না।##
No comments