বাঘার হরিরামপুরে কাঁঠালে ভরপুর কাঁঠালগাছ
আব্দুল হামিদ মিঞা,বাঘা (রাজশাহী)
রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন গ্রামের ছোট-বড় সব গাছে গাছে শোভা পাচ্ছে পুষ্টিগুণসমৃদ্ধ সুমিষ্ট কাঁঠাল। ছোট ছোট গাছেও দেখা গেছে বড় আকৃতির কাঁঠাল। গাছের গোড়া থেকে মগডালে শোভা পাচ্ছে কাঁঠাল আর কাঁঠাল। ছোটগাছে বেশি কাঁঠালে ভরপুর কাঁঠাল গাছটি হরিরামপুর গ্রামের আমজাদ হোসেনের বাড়ির পেছনে। এক গাছেই ধরেছে অন্তত ১০০টির মতো কাঁঠাল।##
No comments