বাঘায় পরিবারের নিরাপত্তা চেয়ে এক নারির জিডি
বাঘা থানার জিডি নং-১০২১ |
রাজশাহীর বাঘায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহসপতিবার (২৮-০৫-২০) বাঘা থানায় সাধারন ডাইরি (জিডি) করেছেন উপজেলার আশরাফপুর গ্রামের সামশেদ মন্ডলের স্ত্রী চাম্পা বেগম। তাকেসহ তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনসহ মারধরের হুমকি দেওয়ায়, একই উপজেলার করারি নওশারা গ্রামের শেরজাম মন্ডলের দুই ছেলে-নওশাদ আলী,খোরশেদ আলী,মৃত গকুল মন্ডলের ছেলে আকবর মন্ডল ও তার দুই ছেলে-কামরুল ইসলাম,জামরুল ইসলামসহ উজ্জল ও নয়নের বিরুদ্ধে সাধারন ডাইরি (জিডি)করেন ওই নারি। (বাঘা থানার জিডি নং-১০২১ তাং-২৮-০৫-২০২০ ইং)। বিষয়টি নিশ্চিত করেছেন, বাঘা থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন। ##
No comments