Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত করায় ইউপি সদস্য বরখাস্ত


    নিজস্ব প্রতিবেদক:
    রাজশাহীর চারঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বরখাস্ত ইউপি সদস্যের নাম আকবর আলী।

    তিনি চারঘাট নিমপাড়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

    মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চারঘাট নিমপাড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সদস্য আকবর আলীর বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক, রাজশাহী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারা অনুযায়ী উক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728