রাতে ঘুরে ঘুরে সেহরি বিতরণ করলেন ছাত্রলীগের সভাপতি সিয়াম
স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাতে রাজশাহীর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সেহেরি বিতরণ করলেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। অসহায়, ছিন্নমূল দুস্থ মানুষের মধ্যে এই খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার ভোর রাতে নগরীর আলুপট্টি, স্টেশন, রেলগেট, নিউমার্কেট, জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় আড়াই শতাধিক দুস্থ মানুষের মধ্যে এই সেহেরি বিতরণ করেন তিনি।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক সার্জিল আরিফ রক্তিম, কর্মী মুনেম, হাসিব, সান খান প্রমুখ।
এবিষয়ে সংবাদ মাধ্যমকে নূর মোহাম্মদ সিয়াম বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতিতে ঘরমুখো মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে দাড়াতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আহ্বানে নির্দেশে অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় আজ নগরের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে সেহেরি বিতরণ করেছেন বলে জানান ওই ছাত্রলীগ নেতা।##
No comments