র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী ও ১৮ মামলার আসামি নিহত
নিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, তিনি ১৮ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাজারবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যব ১ এর সিও লেঃ কর্নেল মো. শাফিল্লাহ বুলবুল জানান, টঙ্গীর মাজারবস্তি এলাকায় অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে রাতে র্যাব-১ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৮ মামলার আসামি অস্ত্র ও মাদক কারবারি হাসানকে গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের পরে ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, আট রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও ৩০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।##
No comments