Header Ads

  • সর্বশেষ খবর

    টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ

    দর্পণ নিউজ ডেস্ক:
    শুক্রবার ক্রিকেটের তিন ফরম্যাটে সর্বশেষ আপডেটকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখানে আগের অবস্থানের চেয়ে এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছে বাংলাদেশ।
    ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বরাবরই ধারাবাহিকতার অভাবে ভুগেছে বাংলাদেশ। মাঝে মাঝে জয় পেলেও টি-টোয়েন্টিতে নিয়মিত ভিত্তিতে সাফল্যের মুখ দেখেনি টাইগাররা। তবে শেষ কিছু ম্যাচে ক্রমেই উন্নতির ছাপ দেখা গেছে। এমনকি গেল নভেম্বরে প্রথমবারের মতো ভারতকে তাদেরই মাটিতে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

    এসবের প্রভাবে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ফলস্বরূপ ২২৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে র‍্যাঙ্কিংয়ের আটে। নির্ধারিত সময়ের মাঝে ২০ ম্যাচ থেকে ৪৫৮৩ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে টাইগাররা। অবশ্য বাংলাদেশ থেকে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। নবম স্থানে থাকা দলটির রেটিং পয়েন্টও ২২৯৷

    ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল হিসেবে জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের আগে থাকা বাকি ৬ দল যথাক্রমে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। সেরা দশ দলের শেষ দল আফগানিস্তান।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728