রাজশাহীর পবায় গৃহবধূকে জবাই করে হত্যা !
পবা প্রতিনিধি :
রাজশাহী পবা উপজেলার হরিপুর টেংরামারি গ্রামে মোছাঃ ছতেরা বেগম (৩৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হরিপুর টেংরামারি গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।
ঘটনাটি নিশ্চত করছে দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান,রাত সাড়ে ১০টার দিকে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। নিহত গৃহবধূর বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ড তা এখনো জানা যায়নি। তবে হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি
আরো বলেন, নিহত ছতেরা বেগমের স্বামী আনিসুর রহমান ও তার ছেলে তারাবির নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। মসজিদ থেকে তারা বাড়ি ফিরে ছতেরার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পায়। লাশ তার শোয়ার ঘরে পড়ে ছিল। পরে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়।
No comments