সরদহ সরকারি মহাবিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন
নিজস্ব প্রতিবেদক:
আজ সরদহ
সরকারি মহাবিদ্যালয়ের
শিক্ষকদের উপস্থিতিতে
ঈদ পুণর্মিলনী
ও মতবিনিময়
সভা অনুষ্ঠিত
হয়। করোনা
ভাইরাসের কারনে
পরিবহন চলাচল
বন্ধ থাকার
কারণে স্থানীয়
শিক্ষকদের নিয়ে
এ অনুষ্ঠানের
আয়োজন করেন
অত্র মহাবিদ্যালয়ের
স্টাফ কাউন্সিলের
সেক্রেটারি জনাব
মোঃ মাজদার
রহমান। ভারপ্রাপ্ত
অধ্যক্ষ মোসাঃ
সালেহা খাতুন
উপস্থিত না
থাকার কারণে
মুঠোফোনে অনুমতি
নিয়ে সভার
স্বাগত বক্তব্য
রাখেন মোঃ
মাজদার রহমান।
দীর্ঘদিন ধরে
শিক্ষা-প্রতিষ্ঠান
বন্ধ থাকার
কারণে শিক্ষক-শিক্ষিকাদের
মাঝে যে
সমোঝোতার বন্ধন,
তা অক্ষুণ্ণ
রাখায় এ
পুণর্মিলনীর মুখ্য
উদ্দেশ্য।
বর্তমানে করোনা
ভাইরাসের কারনে
দেশ যেখানে
পিছিয়ে পড়ছে,
বিশ্ব অর্থনীতি
যেখানে পঙ্গু
হতে বসেছে,
মানুষের জীবন-যাত্রার
মান উল্টো
দিকে বইতে
শুরু করেছে,
সেখানে শিক্ষা-প্রতিষ্ঠান
বন্ধ থাকার
কারণে ছাত্র-ছাত্রীরাও
পাঠ্যক্রম থেকে
পিছিয়ে পড়ছে।
এরুপ পরিস্থিতিতে
ছাত্রছাত্রীদের কিভাবে
বাসায় থেকেই
গাইড দেওয়া
যায়, তাদের
মেধাকে সচল
রাখতে হলে
কিভাবে অবগত
করা যায়
এসব বিষয়বস্তুও
উঠে এসেছে
উক্ত সভায়।
স্টাফদের মধ্যে
কিভাবে ছাত্রছাত্রীদের
মুঠোফোনে গাইড-লাইন
দেওয়া যায়,
সেসব টিমওয়ার্কের
প্রসঙ্গ উঠে
এসেছে আলোচনার
মাধ্যমে।
অর্থনীতি বিভাগের
অধ্যাপক জনাব
মোঃ সাইফুল
ইসলাম শুরুতেই
এই মহৎ
উদ্দ্যেক্তাকে ধন্যবাদ
জানিয়ে বলেন,
দীর্ঘদিন পর
এক হতে
পেরে মনের
কিনারায় উৎফুল্লতা
জেগে উঠেছে,
শিক্ষা-প্রতিষ্ঠান
বন্ধ থাকলেও
মাঝেমধ্যে এরুপ
মিলনের আয়োজনের
প্রস্তাব পেশ
করেন তিনি।
ইতিহাস বিভাগের
প্রধান আতিকুল
ইসলাম বলেন,
আমরা এক
পরিবার আর
সেই পরিবারের
মিলনমেলার একটা
অংশ আজকের
এই আয়োজন।
ব্যবস্থাপনা বিভাগের
অধ্যাপক জনাব
মোঃ সাইদুর
রহমান অনেক
দিক-নির্দেশনা
মূলক বক্তব্য
প্রদান করেন।
এছাড়াও মোঃ
মোবারক হোসেন,
মোঃ আশরাফ
হোসেন, মোঃ
নাজমুল ইসলামসহ
প্রমুখ শিক্ষকবৃন্দ
আলোচনায় অংশ
নেয়।
সভার শেষে
গভীর শ্রদ্ধার
সাথে স্মরণ
করেন সদ্য
প্রয়াত অত্র
বিদ্যাপীঠের গভর্নিংবডির
সদস্য জনাব
শাহনাজুর রহমানকে।
সরদহ মহাবিদ্যালয়ের
আজকে এই
অবস্থায় পৌঁছার
পেছনে তার
অবদানের কথা
তুলে ধরেন
বক্তারা। এছাড়াও
দেশে স্বাভাবিকতা
ফিরে আসলে
একটা শোকসভার
আয়োজন করার
প্রস্তাব জানান
বক্তারা। পরিশেষে
ননএমপিও শিক্ষকদের
হতাশ না
হওয়ার ব্যাপারে
আশাবাদী করেন
স্টাফ কাউন্সিলের
সেক্রেটারি জনাব
মোঃ মাজদার
রহমান। নতুন
কোন আদেশ
থাকলে তা
অবগত করা
হবে মর্মে
আশ্বাস প্রদান
করেন।
ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দা সামিরার নির্দেশে চারঘাটের বর্ডার কেন্দ্রিক ছাত্রদের সজাগ থাকার কথা তুলে ধরেন, যেখানে বহিরাগত কেও চারঘাটে প্রবেশ করা মাত্রই সংশ্লিষ্ট শিক্ষককে অবগত করা কার্যক্রম। এজন্য শিক্ষকদের পক্ষ্য থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব মাজদার রহমান।
ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দা সামিরার নির্দেশে চারঘাটের বর্ডার কেন্দ্রিক ছাত্রদের সজাগ থাকার কথা তুলে ধরেন, যেখানে বহিরাগত কেও চারঘাটে প্রবেশ করা মাত্রই সংশ্লিষ্ট শিক্ষককে অবগত করা কার্যক্রম। এজন্য শিক্ষকদের পক্ষ্য থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব মাজদার রহমান।
পরিশেষে মহামারি
করোনা ভাইরাস
থেকে রক্ষা
পাওয়ার জন্য
এবং মরহুম
শাহনাজুর রহমানের
আত্মার শান্তি
কামনায় দোয়া
পরিচালনা করে
অনুষ্ঠানের সমাপ্তি
ঘোষণা করা
হয়।
No comments