Header Ads

  • সর্বশেষ খবর

    এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৪ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি !

    এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৪ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি !
    নিউজ ডেস্ক:
    মাধ্যমিকে ১০৪ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৪ শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এই তথ্য জানা গেছে।

     রবিবার (৩১ মে) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। শিক্ষামন্ত্রী জানান, এ বছর শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৪টি, গত বছর যা ছিল ১০৭টি। এবার কমেছে তিনটি, এটা ভালো খবর। শূন্য শতাংশ পাস প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ওই সব প্রতিষ্ঠান কেন ফল খারাপ করল সেসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

     এ দিকে, রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য, এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, যা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

     সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়। মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। এছাড়া ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় দুই লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728