Header Ads

  • সর্বশেষ খবর

    নওগাঁয় মিলছে হলুদ রঙগের মিলছে তরমুজ


    নওগাঁ : হলুদ রঙগের তরমুজ। কেউ বলছেন ‘রক মেলন’। কেউ বলছেন গোল্ডেন ক্রাউন। তবে যাই হোকে, জৈষ্ঠের ক্ষরতাপে রসালো স্বাদ মিটাতে এই ফলের জুড়ি নেই। রসে ভরা নতুন জাতের এই তরমুজ চাষ হচ্ছে নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামে।
    হোসেনপুর গ্রামের চাষি আব্দুল খালেক নিজ উদ্যোগে এই তরমুজের চাষ করেছেন। গাছ ভরে ফলনও এসেছে।
    চাষি আব্দুল খালেক জানান, ২০১৯ সালে দিনাজপুর জেলার স্থানীয় এক কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করেন। এরপর নিজের ১০ কাঠা জমিতে চাষ শুরু করেন। সে বছর প্রায় ২ লাখ টাকার তরমুজ বিক্রি করেছিলেন। প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে ১০০ টাকা দরে।
    খালেক বলেন, স্বল্প মেয়াদি এই ফল সারা বছর উৎপাদন হয়। তাই বছরে কয়েকবার চাষ করা যায়। পরিপক্ক ফলের বাইরের রঙ হলুদ হলেও ভেতরে লাল। খেতে অন্যান্য জাতের তরমুজের মতই রসালো, সুস্বাদু ও মিষ্টি। বীজ বোপনের মাত্র ৪০ থেকে ৫০ দিনেই গাছে ফল ধরে। পরিপক্ক হতে সময় লাগে ২০ দিন। ওজন হয় ৩ থেকে সাড়ে ৪ কেজি পর্যন্ত। বীজ বোপনের দিন থেকে ৮০ দিনের মধ্যেই ফলন বিক্রি শুরু করা যায়। মাচায় চাষ করলে অধিক ফলন পাওয়া যায়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728