পুঠিয়া গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
পুঠিয়া গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার -www.rajshahirdorpon24.com |
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
পুঠিয়া গৃহবধু
গলায় ফাঁস
দিয়ে আত্মহত্যার
ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯
মে) রাজশাহীর
পুঠিয়া উপজেলার
৩নং বানেশ্বর
ইউনিয়নের বিড়ালদহ
নয়াপাড়া গ্রামের
রাখী (২২)
নামে এক
গৃহবধু গলায়
ফাঁস দিয়ে
আত্মহত্যার করেন।
তার পিতার
নাম মুক্তার
হোসেন। তার
স্বামী মিজানুর
রহমান আনসার
বাহিনীতে চুক্তি
ভিত্তিক চাকুরী
করেন। খবর
পেয়ে পুলিশ
লাশ উদ্ধার
করে রাজশাহী
মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে
পাঠায় বলে
পুঠিয়া থানার
পুলিশ পরিদর্শক
(তদন্ত )হাশমত
আলী জানান।
এবিষয়ে পুঠিয়া
থানায় একটি
অপমৃত্যু মামলা
দায়ের করা
হয়েছে। #
No comments