পরিচয় গোপন রেখে রামেকে নমুনা প্রদান,চারঘাটের আরো একজন শনাক্ত ||rajshahirdorpon24
পরিচয় গোপন রেখে রামেকে নমুনা প্রদান,চারঘাটের আরো একজন শনাক্ত ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলায় আরো এক ব্যক্তি প্রাণঘাতি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় এ নিয়ে ১৯ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত ঐ ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনি উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর গ্রামের মৃত মুকবুল হোসেনের ছেলে। গত ২৫ জুন নিজের পরিচয় গোপন রেখে নগরীর বাসিন্দা পরিচয় দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রদান করেন তিনি। ঐ দিনই নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
রবিউল ইসলামের করোনা শনাক্ত হলে প্রশাসনের লোকজন তার বাড়ি লকডাউন করতে নগরীর দেওয়া ঠিকানায় যায়। কিন্তু দুইদিন ধরেও নগরীতে তার ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। সবশেষে গতকাল শনিবার জানা যায় তিনি চারঘাটে অবস্থান করছেন।
তবে করোনা আক্রান্ত রবিউল ইসলাম পরিচয় গোপনের বিষয়টি অস্বীকার করে বলেন, সঠিক ঠিকানা দিয়েছি কিন্তু হাসপাতাল কতৃপক্ষ ভুল লিখেছে। তিনি বলেন, বানেশ্বর বাজারে তার মোটারসাইকেল পার্টসের দোকান রয়েছে। হঠাৎ দুই দিন ধরে জ্বর ও গলা ব্যাথা শুরু হলে তিনি রামেকে গিয়ে নমুনা প্রদান করেন। বর্তমানে তিনি চারঘাট নিজ বাড়িতে অবস্থান করছেন।##
No comments