Header Ads

  • সর্বশেষ খবর

    কাঁঠাল পাড়তে বাধা দেয়ায় মামাকে মেরে ফেললেন ভাগনে ||rajshahirdorpon24

    কাঁঠাল পাড়তে বাধা দেয়ায় মামাকে মেরে ফেললেন ভাগনে||rajshahirdorpon24


    নিউজ ডেস্ক:
    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাগনের হাতে আবুল কাসেম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার সনমান্দী গ্রামে এ ঘটনা। ঘটনার কয়েক ঘণ্টা পর স্থানীয়রা ভাগনে হৃদয় মিয়াকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেন।

    নিহত আবুল কাসেম উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

    পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী গ্রামের আবুল কাসেমের বাড়িতে এসে রোববার তার ভাগনে হৃদয় মিয়া মায়ের জায়গা দাবি করে গাছ থেকে কাঁঠাল পাড়তে শুরু করেন। এ সময় আবুল কাসেম বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় উত্তেজিত হয়ে তার মামাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় তার মামি এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করেন। মারাত্মক আহত আবুল কাসেমকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত আবুল কাসেমের স্ত্রী শামসুন্নাহার জানান, কাঁঠাল পাড়া নিয়েই তার স্বামীকে খুন করেছে হৃদয়। তিনি ঘাতক হৃদয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন

    সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শরীফ আহামেদ জানান, এ ঘটনায় অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728