চারঘাট প্রথম শ্রেণির পৌরসভার রাস্তার বেহাল দশা ||rajshahirdorpon24
চারঘাট প্রথম শ্রেণির পৌরসভার রাস্তার বেহাল দশা ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট পৌরসভা প্রথম শ্রেণির হলেও রাস্তার অবস্থা দেখলে তা মনে হয় না। রাস্তাগুলো দেখলে যে কেউ মনে করতে পারে অজপাড়া গাঁয়ের কোনো মাটির রাস্তা এটি। পৌরসভার আওতাধীন বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা সেসব রাস্তা পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে।
পৌরসভার পক্ষ থেকে রাস্তাগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই। পৌরসভার ভেতরে ট্রাফিক মোড় থেকে রাজশাহী ক্যাডেট কলেজের রাস্তা, মেডিকেল মোড় থেকে বাবু পাড়ার রাস্তা, উপজেলা গেট থেকে মডেল থানার রাস্তা, গোপালপুর থেকে পিরোজপুরের রাস্তাসহ বেশকিছু এলাকার রাস্তার এমন বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কার করা হয়নি। মাঝেমধ্যে এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তায় চলাচলের ব্যবস্থা করেন।
পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবী আলম বলেন, দীর্ঘ দিন যাবৎ মেডিকেল মোড় থেকে বাবুপাড়ার রাস্তার বেহাল অবস্থা কিন্তু মেরামত করা হচ্ছে না। মনে হয় আমরা পৌরসভার বাইরে বসবাস করি। পৌরসভার জনপ্রতিনিধি পরিবর্তন হলেও রাস্তার কোনো পরিবর্তন হয়না। খড়া মৌসুমে কিছুটা ভাল থাকলেও বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌরসভার এসব রাস্তার তুলনায় গ্রামের মাটির রাস্তা অনেক ভাল।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের দরকার ভালো রাস্তা ঘাট। আমরা একটু শান্তিতে চলাফেরা করতে চাই, কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। আসলে আমাদের চলাচলের এই রাস্তার ওপর পৌরসভার নজর নেই। পৌরসভার ভেতরে বসবাস করেও যদি ভাল রাস্তা দিয়ে চলাচল করতে না পারি তাহলে আমাদের প্রথম শ্রেণীর পৌরসভা দিয়ে কি হবে।
এদিকে ট্রাফিক মোড় থেকে ক্যাডেট কলেজের রাস্তার অবস্থাও নাজেহাল। এ বিষয়ে চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বালির ট্রাক যাওয়া আসা করে। এই বালির ট্রাক থেকে চারঘাট পৌরসভার বিপুল অংকের টাকা ইজারা আসে। অথচ একটু বৃষ্টিতেই রাস্তাটির বিভিন্ন জায়গায় বেহাল অবস্থার সৃষ্টি হয়। পথচারীদের যেতে আসতে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে জানান তিনি।
এ বিষয়ে চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বিকুল বলেন, ট্রাফিক মোড় থেকে ক্যাডেট কলেজের রাস্তাটি চারঘাট পৌরসভার না। আর মেডিকেল মোড় থেকে বাবুপাড়ার রাস্তাসহ অন্য রাস্তা গুলোর কাজ পর্যায়ক্রমে পৌরসভায় চলমান তৃতীয় নগরায়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ করা হবে।##
No comments