Header Ads

  • সর্বশেষ খবর

    লালপুরে পদ্মায় নিখোঁজ ২ জনের খোঁজ মেলেনি, উদ্ধার অভিযান সমাপ্ত ||rajshahirdorpon24

    লালপুরে পদ্মায় নিখোঁজ ২ জনের খোঁজ মেলেনি, উদ্ধার অভিযান সমাপ্ত ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    নাটোরের লালপুরে লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দুই জন কৃষকের কোন খোঁজ পাওয়া যায় নি।

    আজ সোমবার (২২ জুন) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত যৌথ ভাবে শুরু হওয়া উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান না পওয়ায়, অভিযান সমাপ্ত ঘোষণা করেছে রাজশাহী ডুবুরী দল ও লালপুর ফায়ার সার্ভিস কর্মীরা।

    লালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুহুল আমিন জানান, সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ দুইজনের খোঁজ পাওয়া যায়নি। পদ্মায় প্রবল স্রোত থাকার কারণে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। পরে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করে বিকাল সাড়ে ৩টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। এর আগে গতকাল নদীতে প্রচণ্ড স্রোতের কারণে সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়ায় উদ্ধার অভিযান রাত ৯টার দিকে স্থগিত করা হয়।

    এ ব্যাপারে নিখোঁজের পরিবার হতাশ হয়ে জানান, রোববার বিকেল ৪টায় পদ্মার চরে বাদাম তুলে পাঁচ শ্রমিক নৌকা যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় লক্ষ্মীপুর বালু ঘাট এলাকায় পৌঁছাইলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা পাঁচজনের মধ্যে তিনজন উদ্ধার হলেও দুইজনের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা লালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

    পরে লালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রাজশাহী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে গেলেও গত ২৪ ঘন্টায় নিখোঁজ দুই ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি।

    নিখোঁজরা হলেন, উপজেলার বালিতিতা ইসলামপুর মন্ডল পাড়া গ্রামের আতব্বরের ছেলে সেলিম (১৮) ও ছইমুদ্দিনের ছেলে পুকিন (২৮)।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728