পাবনা শহরের দিলালপুর মহল্লার একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার |rajshahirdorpon24
পাবনা শহরের দিলালপুর মহল্লার একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার |rajshahirdorpon24 |
পাবনা প্রতিনিধি:
পাবনা শহরের দিলালপুর মহল্লার একটি বাসা থেকে একই পরিবারের ৩ জনের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা এটা হত্যা। লাশ তিনটি উদ্ধারের জন্য রাজশাহী থেকে ফরেনসিক টিমকে জানানো হয়েছে। তারা পাবনায় আসার পর বিস্তারিত জানাবেন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে লাশ গুলির সন্ধান পাওয়া যায়। নিহতরা হলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (১২)। তারা এই বাসায় ভাড়া থাকতেন।
www.rajshahirdorpon24.com
পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, দিলালপুর মহল্লার মৃত আব্দুল খালেকের বাসায় চার বছর ধরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার। গত তিনদিন ধরে এই বাসা থেকে কেউ বাইরে বের না হওয়ায় সন্দেহ হলে বাসার খোলা জানালা দিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি ঘিরে রেখেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই-তিনদিন আগে বাসায় ঢুকে তাদের হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহতদের শরীরে কোপানোর ক্ষতচিহ্ন আছে। রাজশাহী থেকে ফরেনসিক টিম পাবনায় আসার পর বিস্তারিত জানানো যাবে।##
No comments