রাজশাহী গোদাগাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ২ -rajshahirdorpon24
www.rajshahirdorpon24.com |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ধর্ষক ও তার বাবাকে আটক করে গোদাগাড়ী থানা পুলিশ নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী খাপড়ি পাড়া গ্রামের ৮ বছরের জনৈক এক শিশু বাড়ি হতে তার পিতার কাছে যাচ্ছিলো পথিমধ্যে মহিশালবাড়ী গ্রামের কাঠমিস্ত্রী আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন ওই শিশুকে ভুলিয়ে একটি নিরিবিলি বাড়িতে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওই শিশুর চিৎকার আশেপাশের লোক জন জড়ো হয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে শিশুটিকে গোদাগাড়ী ৩১ শয্য হাসপাতালে ভর্তি করে।
তার অবস্থা গুরুতর হওয়ায় রামেকে রেফার্ড করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক আলমগীর ও তার বাবা আবদুল মালেককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত এজাহার পেলে আইনগতভাবে তা দেখা হবে।##
No comments