ডিসির সহায়তা পেল বাঘার সেই মেধাবী ছাত্র- ছাত্রী, অনিক, মুসা,রিশা ও সৌরভ | rajshahirdorpon24
ডিসির সহায়তা পেল বাঘার সেই মেধাবী ছাত্র- ছাত্রী, অনিক, মুসা,রিশা ও সৌরভ | rajshahirdorpon24 |
আব্দুল হামিদ মিঞা,বাঘা (রাজশাহী):
এবারের এসএসসিতে অদম্য মেধাবীদের নিয়ে জাতীয় দৈনিক সমকাল,স্থানীয় দৈনিক সোনার দেশ ও অনলাইন নিউজ পোর্টাল, রাজশাহীরদর্পন২৪ সহ কয়েকটি অনলাইন পোর্টাল নিউজে সংবাদ প্রকাশের পর সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।
গত ২জুন ‘অভাব দমাতে পারেনি ওদের’শিরোনামে বাঘা উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪জন মেধাবীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সেটি নজরে আসে রাজশাহীর জেলা প্রশাসকের। পরে বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজার মাধ্যমে, বৃহসপতিবার (৪জুন) তার কার্যালয়ে ডেকে নিয়ে তাদের প্রত্যেককে ৫ হাজার করে টাকা দিয়ে প্রাথমিকভাবে সহায়তা করেন জেলা প্রশাসক হামিদুল হক। নানান প্রতিকুলতার মধ্যেও নিজের মেধাকে কাজে লাগিয়ে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তারা। শুধু এবারের এসএসসিতেই নয় অষ্টম শ্রেণীতেও গোল্ডেন এপ্লাস ও পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল তারা।
https://www.rajshahirdorpon24.com/2020/06/Rajshahirdorpon24_65.html?m=1 |
এদের কেউ কেউ মায়ের হাতের কাজ,হাঁস-মুরগি পালনের টাকা আর প্রাইভেট পড়ায়ে কিংবা সুযোগ বুঝে দিন মজুরের কাজ করে নিজের পড়া লেখার খরচ চালিয়েছে। পণ ছিল যে করেই হোক এস.এস.সিতে ভালো ফল করবেই।তাই ক্ষুধার কষ্ট,আর্থিক অনটন দারিদ্র্যের দৈন্য দমাতে পারেনি ওদের। সবকিছুকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেছে তারা। তবে চরম দারিদ্র্যের কারনে নিজেদের ভবিষৎ নিয়ে শঙ্কিত ওরা। এদিকে ভালো ফলাফলের জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। ##
No comments