Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহী-ঢাকা রুটে প্রথম যাত্রা শুরু করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন,আম গেল সাড়ে ১০ টন |rajshahirdorpon24

    রাজশাহী-ঢাকা রুটে প্রথম যাত্রা শুরু করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন,আম গেল সাড়ে ১০ টন |rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদক :
    রাজশাহী-ঢাকা রুটে যাত্রা শুরু করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। শুক্রবার বিকেল ৬টা দিকে রাজশাহী স্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ট্রেন উদ্বোধন কালে রাজশাহী রেলওয়ে কর্মকর্তারাসহ জেলা প্রশাসক হামিদুল হক উপস্থিত ছিলেন।

    এর আগে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে। উদ্বোধনের পর ১২ মিনিট বিলম্বে ৬টা ২ মিনিটে আম নিয়ে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। প্রথম দিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় সাড়ে ১০ টন ১৫ কেজি আম বুকিং হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১ টন ও রাজশাহীর ৯ টন ১৫ কেজি।
    www.rajshahirdorpon24.com

    রাজশাহীর ৯ টন ১৫ কেজির মধ্যে কাকনহাট স্টেশনের ৪০০ কেজি, রাজশাহী স্টেশনে ২৬৯৫ কেজি, সারদা স্টেশনের ৫০০ কেজি ও আড়ানি স্টেশনের সাড়ে ১১১০ কেজি ও আব্্দুলপুুু স্্টেশনেে ৪৩১০ কেজি।  বিকেল ৫টা ৫০ মিনিটে ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728