নমুনা প্রদানের ১৮ দিন পর রেজাল্ট, চারঘাটে আরো ০৪ জন করোনা শনাক্ত ||rajshahirdorpon24
নমুনা প্রদানের ১৮ দিন পর রেজাল্ট, চারঘাটে আরো ০৪ জন করোনা শনাক্ত ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজশাহীর চারঘাট উপজেলায় আরো ০৪ ব্যক্তি প্রাণঘাতি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় এ নিয়ে ২৩ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
নতুন চারজন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান।
জানা যায়, নতুন শনাক্ত চারজনের তিনজনই সারদা পুলিশ একাডেমীর সদস্য। বাবুর্চি পদে কর্মরত মৃত মসলেম আলীর ছেলে মাহাবুবুর রহমান ও মৃত দায়রত সরদারের ছেলে তৈয়ব আলী। তারা দুজনই চারঘাট পৌরসভার কুঠিপাড়া গ্রামের বাসিন্দা।
সারদা পুলিশ একাডেমীর অন্য একজনের নাম দিলীপ কুমার। তিনি লালমনিরহাট জেলার কমলাকান্ত রায়ের ছেলে। সারদা পুলিশ একাডেমীতে তিনি সাব ইন্সপেক্টর ট্রেনিং এ রয়েছেন। শনাক্ত অন্য একজনের নাম আসাদুল ইসলাম। তার বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলায়।
আরো জানা যায়, নতুন শনাক্ত মাহবুবুর রহমান ও তৈয়ব আলী গত ১১ জুন নমুনা প্রদান করেন। নমুনা পরীক্ষা শেষে গতকাল ২৯ জুন(সোমবার) দীর্ঘ ১৮ দিন পর তাদের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
এদিকে দিলীপ কুমার ও আসাদুল ইসলাম গত ২০ জুন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। নমুনা পরীক্ষা শেষে গতকাল ২৯ জুন(সোমবার) তাদের করোনা শনাক্ত হয়।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান জানান, চারঘাটে নতুন আরো চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৩ জন।##
No comments