চারঘাট উপজেলায় আরো দুজন করোনা রোগী শনাক্ত
www.rajshahirdorpon24.com |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলায় আজ বুধবার নতুন করে আরো দুজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডাঃ আতিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজনের নাম সুমন আলী। তিনি অনুপামপুর গ্রামের নজের আলীর ছেলে। ঢ়াকা সাভার থেকে গত ২২ মে তিনি করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে এসে বাজারসহ বিভিন্ন জায়গায় চলাফেরা করেন তিনি। বেশি অসুস্থ হয়ে পড়লে ৩১ মে তার নমুনা সংগ্রহ করা হয়।
অপরজনের নাম রেজাউল করিম। তিনি শলুয়া মালেকার মোড়ের আবদুর রাজ্জাকের ছেলে। গত ০১ জুন করোনা উপসর্গ নিয়ে গাজীপুর থেকে বাড়িতে ফিরেন তিনি। ০২ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। বর্তমানে তিনি তার শশুর বাড়ি উপজেলার ভাটপাড়া গ্রামে অবস্থান করছেন।
আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন দুজনের করোনা শনাক্ত হয়। দুজনই ঢ়াকার সাভার ও গাজীপুর গার্মেন্টসে চাকুরি করতেন। আজকের দুজন রোগীসহ চারঘাটে সর্বমোট চারজন করোনা রোগী শনাক্ত হলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান জানান, চারঘাটে সর্বমোট ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে আজকের দুজনসহ সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ০৪ জন।
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা জানান, আজ নতুন শনাক্ত দুজনের বাড়িসহ করোনা উপসর্গ আছে এমন আরো তিনজনের বাড়ি ইতিমধ্যেই লকডাউন করে তাদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। ঢ়াকা ফেরত সকলকে কোয়ারেন্টিনে যাবার আগে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিতে অনুরোধ জানান তিনি।##
No comments