রাজশাহী চারঘাট উপজেলা আ’লীগ কার্যালয়ে ফ্রি ওয়াই ফাই সেবা চালু |rajshahirdorpon24
রাজশাহী চারঘাট উপজেলা আ’লীগ কার্যালয়ে ফ্রি ওয়াই ফাই সেবা চালু |rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশের সেবা পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। প্রযুক্তির স্পর্শ পড়ছে প্রতিটি ক্ষেত্রে।
রাজশাহীর চারঘাটের আওয়ামী লীগের রাজনীতিতেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। ডিজিটাল হয়ে উঠছে চারঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। সাধারন মানুষের জন্য উপজেলা আ’লীগের কার্যালয়ে ফ্রি ওয়াই ফাই সেবা চালু করা হয়েছে। উপজেলা আ’লীগ কার্যালয় ও এর আশে পাশে ফ্রি ওয়াই ফাই সেবা পাওয়া যাবে।
www.rajshahirdorpon24.com
আজ শুক্রবার বিকেলে চারঘাট উপজেলা আ’লীগের কার্যালয়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন করেন চারঘাট উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ন- সাধারন সম্পাদক সাহাজ উদ্দীন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক একরামুল হক, রক্তিম কেবল নেটওয়ার্কের পরিচালক মোহাম্মদ জাকারিয়াসহ আরো অনেকে।
এ বিষয়ে চারঘাট উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম বলেন, বেশিরভাগ নেতাকর্মীই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন। এর মাধ্যমেও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়। এতে নেতাকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় থাকে। এজন্য সামাজিক যোগাযোগ রক্ষা, শিক্ষামূলক কর্মকান্ড ও জ্ঞান আহরন করতে ফ্রি ওয়াই ফাই সেবার ব্যবস্থা করেছি। এখন থেকে উপজেলা আ’লীগ কার্যালয় ও এর আশে পাশে ফ্রি ওয়াই ফাই ব্যবহার করা যাবে।##
No comments