Header Ads

  • সর্বশেষ খবর

    ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ||rajshahirdorpon24

    ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    ফরিদপুরের নগরকান্দায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


    রোববার (২৮ জুন) রাতে নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
    সংঘর্ষে নিহত জাফর মোল্লা (৫২) বড়পাইককান্দি গ্রামের জলিল মোল্লার ছেলে। জাফর মোল্লার নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।


    কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুুর রহমান ও স্থানীয়রা জানান, ইউনিয়নের বড়পাইককান্দি গ্রামের আক্তার মাতুব্বরের সঙ্গে কালু মাতুব্বরের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে আক্তার মাতুব্বরের সমর্থক জাফর মোল্লা নিহত হয়। এছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


    নগরকান্দা থানার ওসি শেখ সোহেল রানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নিহত জাফর মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728