বাঘায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় হাসপাতালে কাতরাচ্ছে যুবক ||rajshahirdorpon24
![]() |
বাঘায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় হাসপাতালে কাতরাচ্ছে যুবক ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনার দিন রাতেই তাকে উদ্ধার করে বাঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহেল রানা উপজেলার হেলালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। রোববার (৭জুন) রাত ৯টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজারে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
আহতের পিতা রুস্তম আলী জানান, তিনি বাদি হয়ে সোমবার ৪ জনের নাম উল্লেখ করে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়,রোববার রাত ৯টার দিকে মীরগঞ্জ বাজারে একটি মাছের আড়তে বসে ছিল সোহেল রানা। এ সময় চারঘাট উপজেলার রাওথা গ্রামের মিন্টু হোসেন, নাসির উদ্দিন, রনি আহম্মেদ ও মুকুল হোসেনসহ ৬/৭ জনের একটি দল লোহার হাতুড়ি, রড়, ধারালো হাসুয়া নিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে শরীরের বিভিন্নস্থানে মারধর করে। এতে মাথায়, পায়েসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়।
প্রতিপক্ষরা তার কাছে থাকা ৭ হাজার ৯০০ টাকা কেড়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর আগে মীরগঞ্জ মোড়ে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের সাথে তর্ক বিতর্ক হয় সোহেল রানার। এর জের ধরে হামলা চালিয়ে মারধর করে জখম করা হয়। রুস্তম আলী বলেন, প্রতিপক্ষরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মামলাও রয়েছে। সোহেল রানা একজন পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী। উপজেলার হেলালপুর মোড়ে তার দোকান রয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ##
No comments