লালপুর উপজেলার আজিমনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃৃত্যু ! -rajshahirdorpon24
www.rajshahirdorpon.com |
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় ৭৯৩ আপ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের দক্ষিন দিকের পৌর গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৯৩ আপ ট্রেনে অজ্ঞাত এক ব্যক্তির কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃৃত্যু হয়। নিহত ব্যক্তির লাশ ট্রেনে কেটে ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায়। পরে সকালে স্থানীয়রা বিষটি আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টরকে জানালে। স্টেশন মাস্টার বিষটি জিআরপি পুলিশকে খবর দিলে সকাল ১১টার দিকে জিআরপি পুুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##
No comments