তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার||rajshahirdorpon24
তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার||rajshahirdorpon24 |
রাজশাহীর তানোরে সাজাপ্রাপ্ত খান আতাউর রহমান ওরফে বাবু (২৯) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) ভোর রাতে উপজেলার চন্দনকোঠা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আতাউর রহমান তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান। ওসি বলেন, একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি খান আতাউর রহমান ওরফে বাবু এতোদিন পালিয়ে ছিলেন।
তিনি এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।##
No comments