রাজশাহী নগরীর আরও ৩১ জন করোনায় আক্রান্ত।।rajshahirdorpon24
রাজশাহী নগরীর আরও ৩১ জন করোনায় আক্রান্ত।।rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা আরও ৩১ জন বাড়ল। মঙ্গলবার দুইটি ল্যাবে নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস ধরা পড়ে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এ দুই ল্যাবে মঙ্গলবার ৩১১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান। তারা জানায়, নতুন শনাক্ত ৩১ জন নিয়ে রাজশাহী জেলায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩৬১ জনে। এর মধ্যে নগরের ২৩০ জন। নতুন আক্রান্তদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল হান্নান এবং আরএস (ইএনটি) ডা. আতিক এর করোনা পজেটিভ এসেছে।
ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৯ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা সবাই রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বসবাস করেন। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ জন, মিশন হাসপাতালের ৩ জন ও পুলিশ হাসপাতালের ৩ জন রয়েছেন।
নতুন আক্রান্তরা হলেন, নগরের ১৯ নং ওয়ার্ডের সফিকুল ইসলাম (৪৪), শাহিদুল আলাম সাহিন (৪৫), আক্কাস আলী (৭৬), ১৮ নং ওয়ার্ডের শান্ত (৪৫), ১২ নং ওয়ার্ডের খালেদ হাসান (৪৪), নগরের চন্দ্রিমা এলাকার আল আমিন (৪৮), মোহাম্মাদ আব্দুল মান্নান (৪৩), ২২ নং ওয়ার্ডের শাহি মোহাম্মদ মগলুর আলম, ৩ নং ওয়ার্ডের আলমগীর (১৪), ১১ নং ওয়ার্ডের তহমিনা খাতুন রুনা (২২), ১৩ নং ওয়ার্ডের ইমতিয়াজ আহমেদ (৫২), ২৭ নং ওয়ার্ডের রাশেদ (৩১),
রামেক হাসপাতালের ডা. আব্দুল হান্নান (৫৬), ডা. আনিক (৩৮) ফারুক আহমদ (৩৮), আরিফা খাতুন (৩০), পারভিন বেগম (৪৮), নাসিম আহমেদ (২৭), তুষার আহমেদ (২৭), ফারহাদ (৩০), সাদিদ্দুজ্জামান (৬২), আলম (৩৭), সাত্তার (৫৪)। এছাড়াও পুলিশ হাসপাতালের আলামগির ইস লাম (২৬), শাহিদুল ইসলাম (৪১), তাসলিমা খাতুন (৩২), সাবিনা ইয়াসমিন (৩৬), মিশন হাসপাতালে চিকিৎসাধীন সানিয়াত (০৯), আয়েশা।
অপরদিকে, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৭৯ জনের নমুনার। যার মধ্যে ১৭ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহীর ২ জন ও পাবনার ১৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন। রাজশাহীর দুইজনই নগরে বসবাস করে। তারা দুইজন সিটি করপোরেশনের কর্মী বলে জানা গেছে।##
No comments