Header Ads

  • সর্বশেষ খবর

    রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ ||rajshahirdorpon24

    রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ ||rajshahirdorpon24

    ডেস্ক নিউজঃ 
    করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে অসুস্থ বৃদ্ধা দীপু বালাকে (৭০) বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের পাশে ফেলে রেখে সটকে পড়েন আপন ভাইয়ের ছেলে। সড়কের পাশে পড়ে থাকা বৃদ্ধাকে দেখতে উৎসুক জনতা ভিড় জমালেও মানবতার বিবেক জাগ্রত হয়নি তাদের। এ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে যান আগৈলঝাড়া থানা পুলিশের সদস্যরা।

    পরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন ও পুলিশ সদস্যদের সহায়তায় বৃদ্ধাকে উদ্ধার করে সোমবার (২২ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    বৃদ্ধা দীপু বালার স্বামী ও বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। স্বামী অশ্বিনী বালা গত তিন বছর আগে মারা যান। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই। বরিশাল নগরের কাঠপট্টি এলাকার একটি বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।

    ওই বাসায় কর্মরত অবস্থায় গত চার থেকে পাঁচ দিন আগে শরীরের দুর্বলতা ও বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হন তিনি। পরে গৃহকর্তা তাকে স্থানীয় চিকিৎসক দেখিয়ে ওষুধ কিনে দেন ও তার গ্রামের বাড়িতে খবর দেন।

    বৃদ্ধা দীপু বালা জানান, খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে তার ভাই মনোরঞ্জন সাহার ছেলে মিথুন সাহা বরিশালে আসেন ও সোমবার তাকে নিয়ে গ্রামের উদ্দেশে রওয়ানা দেন। তবে গন্তব্য পয়সারহাট বাসস্ট্যান্ডে না নেমে আগৈলঝাড়া বাইপাস সড়কের বাসস্ট্যান্ডে নামেন তারা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের পাশে রেখে সটকে পরেন ভাইপো মিথুন। নড়া চড়া করতে না পারায় সড়কের ওপর বাধ্য হয়ে শুয়ে পড়েন তিনি। বিকেল ৪টা বেজে গেলেও ভাইপোর আর দেখা মেলেনি। পরে স্থানীয় সাংবাদিকরা ওসি আফজালকে বিষয়টি অবহিত করেন। তিনি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহানসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান ও অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পাশাপাশি তাকে হাসপাতালে সব চিকিৎসা ও খাবারসহ আনুষঙ্গিক সব সুবিধা দেওয়ার বিষয়টি দেখভালের জন্য চিকিৎসকদের বলেন ওসি আফজাল।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বাংলানিউজকে জানান, ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, প্রাথমিকভাবে বৃদ্ধার করোনার উপসর্গ নেই বলে মনে হলেও চিকিৎসার প্রয়োজনে তার করোনা পরীক্ষা করানো হবে।

    ওসি আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, করোনা মোকাবিলায় মানুষের বিবেক জাগ্রহ হওয়া দরকার। মানবিকতা বিবর্জিত হলে মহামারি সংকট আরো ঘনীভূত হবে। বৃদ্ধার ভাইপোর অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728