Header Ads

  • সর্বশেষ খবর

    দোকান থেকে বাড়ি ফেরার পথে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ||rajshahirdorpon24

    দোকান থেকে বাড়ি ফেরার পথে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ||rajshahirdorpon24

    ডেস্ক নিউজ:
    ভোলায় দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলঅর দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, প্রতিদিনের মতো ওষুধ ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার ওষুধের দোকান (দীপরাজ ফার্মেসি) বন্ধ করে ছোট ভাই সজিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন।

    ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজনকে স্থানীয়রা গণধোলাই দিলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728