Header Ads

  • সর্বশেষ খবর

    টাকার জন্য বন্ধুকে কেটে তিন টুকরা : মূলহোতা রূপম গ্রেফতার ||rajshahirdorpon24

    টাকার জন্য বন্ধুকে কেটে তিন টুকরা : মূলহোতা রূপম গ্রেফতার ||rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদক:
    ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (২৬) হত্যা করে খণ্ডিত অংশ তিন জায়গায় রাখার আলোচিত ঘটনার মূলহোতা রূপম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার মধ্যরাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    সোমবার সকালে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ।

    ডিএমপি জানায়, এ ঘটনার রহস্য উদঘাটনের বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবে ডিবি।

    এর আগে ১৫ জুন হেলাল নামে ওই তরুণ ব্যবসায়ীর মরদেহের দুই অংশ দক্ষিণখান ও বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করা হয়। পরদিন দক্ষিণখানের একটি খালি প্লট থেকে উদ্ধার করা হয় হেলালের মাথা। ঘটনার পরদিন হেলালের বড় ভাই মো. হোজায়াফা বাদী হয়ে দক্ষিণখান থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

    এ ঘটনায় ইতোমধ্যে নিহত হেলালের বন্ধু চার্লস ও রূপম সরকারের স্ত্রী শাহীনা আক্তার ওরফে মনি সরকার (২৪) ও রূপমের শাশুড়ি রাশিদা আক্তারকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728