Header Ads

  • সর্বশেষ খবর

    করোনা: বিনামূল্যে ছাত্রলীগের ‘জয় বাংলা অক্সিজেন সেবা’ ||rajshahirdorpon24

    করোনা: বিনামূল্যে ছাত্রলীগের ‘জয় বাংলা অক্সিজেন সেবা’ ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    ব্যক্তিগত উদ্যোগ, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বৃহস্পতিবার থেকে ‘জয় বাংলা অক্সিজেন সেবা’ কার্যক্রম শুরু করা হয়েছে। ঢাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে এ সেবা পরিচালিত হচ্ছে।

    এছাড়া তার সঙ্গে রয়েছেন ছাত্রলীগের উপ-বিজ্ঞানবিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ।

    রাজধানীর যেকোনো এলাকা থেকে ০১৬২৩০০০১০০, ০১৬৭৭১২৫৭৫৮, ০১৭২৫৩৪৩০৩৮ নম্বরে ফোন করলে তাৎক্ষণিকভাবে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

    উদ্যোক্তারা জানান, এই সেবামূলক কাজে কোনো ফি কিংবা জামানত নেওয়া হবে না। তবে এই সেবা পেতে হলে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সেবা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে সিলিন্ডার ফেরত দিতে হবে।

    সাদ বিন কাদের চৌধুরী জানান, ইতোমধ্যে দু’জন রোগীকে এ সেবা দেওয়া হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলবে। শুধু করোনাভাইরাস আক্রান্ত রোগীই নন, অন্যান্যদের জন্যও অক্সিজেনের প্রয়োজন হলে তারাও বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা পাবেন।

    করোনা রোগীদের ফুসফুস আক্রান্ত হয় বলে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয়। এতে দেশে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়ে গেছে বলে এমন উদ্যোগ গ্রহণ করেছে তারা।

    সবুর খান কলিন্স বলেন ‘করোনাভাইরাস এখন সারাদেশে মারাত্মক আকার ধারণ করেছে। বিশ্বের অনেক উন্নত দেশই হিমশিম খেয়েছে এবং এখনও খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। দেশও তার সাধ্যমতো চেষ্টা করছে সামাল দিতে কিন্তু অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না সম্পদের অপ্রতুলতার কারণে।

    অক্সিজেন কমে যাওয়া করোনাভাইরাসের ভয়াবহ পর্যায় এবং অক্সিজেন কমার ফলে মানুষ মারাও যেতে পারে। অক্সিজেনের অভাবে যেন কেউ মারা না যায় সেজন্য আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমরা এই উদ্যোগ নিয়েছি। যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে আশা করি অক্সিজেনের অভাবে কেউ মারা যাবে না।


    সূত্র: jagonews

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728