Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়া মহাসড়কে গভীর রাতে মালবাহী চলন্ত ট্রাক থেকে বস্তা চুরি করতে গিয়ে পিকঅ্যাপসহ আটক ৩ ||rajshahirdorpon24

    পুঠিয়া মহাসড়কে গভীর রাতে মালবাহী চলন্ত ট্রাক থেকে বস্তা চুরি করতে গিয়ে পিকঅ্যাপসহ আটক ৩ ||rajshahirdorpon24



    পুঠিয়া প্রতিনিধি:
    পুঠিয়া উপজেলার রাজশাহী-ঢাকা মহাসড়কে গভীর রাতে মালবাহী চলন্ত ট্রাক থেকে মরিচরে বস্তা চুরি করতে গিয়ে পিকঅ্যাপ গাড়িসহ তিন জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার রাত ৩টা দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া তারাপুর টাওয়ারের সামনে থেকে মালসমেত তিনজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

    আটকৃতরা হলো- পিকঅ্যাপ ড্রাইভার চারঘাট থানার খড়েরবাড়ী সরদার পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে শিমুল হোসেন পলাশ (১৯), বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া গ্রামের মোহস্তাকিনের ছেলে রাসেল (১৯) ও একই এলাকার আলমগীর হোসেনের ছেলে আশিক আহম্মেদ (২৪)।

    পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে মালবোঝায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৫২০১) রাজশাহী হয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় পৌছালে গোপনীয় ভাবে দুই চোর ট্রাকে উঠে এবং তারাপুর টাওয়ারের সামনে গিয়ে ট্রাকের উপরে থাকা মরিচের ১৫০ কেজির একটি বস্তা ফেরে দেয়। এমন সময় শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে পুলিশ টহলদল তা দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পিকঅ্যাপসহ (ঢাকা মেট্রো ন-১৬-৫৪৫১)সহ তিন জনকে আটক করেন।

    এই ঘটনায় সোমবার মালবাহী ট্রাকের ড্রাইভার নুরুজ্জামান বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ফাঁড়ি ইনচার্জ জানিয়েছেন।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728