Header Ads

  • সর্বশেষ খবর

    ৮০ বছরের রেকর্ড ভাঙলেন ‘মেক্সিকান মেসি’।। rajshahirdorpon24

    ৮০ বছরের রেকর্ড ভাঙলেন ‘মেক্সিকান মেসি’।। rajshahirdorpon24

    নিউজ ডেস্ক;
    বয়স মাত্র ১৫ বছর ২১৯ দিন। মেক্সিকোতে জন্ম নেয়া এই কিশোর খেলেন আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে।তার খেলার ধরন অনেকটা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতোই।

    যে কারণে তাকে ‘মেক্সিকান মেসি’ বলেন অনেকেই। তার নাম লুকা রোমেরো, ফুটবলের এক ভবিষ্যৎ তারকা।

    এবার সেই খুদে মেসি গড়লেন অনন্য রেকর্ড। ৮০ বছরের পুরনো এক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

    রেকর্ডটি হচ্ছে– বয়সের কাঁটা ১৬ ছোঁয়া লুকা রোমেরোর অভিষেক ঘটেছে স্প্যানিশ লা লিগায়।

    বুধবার রাতে রিয়াল মায়োর্কার হয়ে এই শীর্ষ লিগের মাঠে পা ফেলেছেন লুকা রোমেরো। এদিন তার বয়স ছিল ১৫ বছর ২১৯ দিন।

    ফলে লা লিগায় সবচেয়ে কম বয়সে খেলতে নামা ফুটবলার এখন তিনিই।

    এর আগে এই সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডটি ছিল সেল্টা ভিগোর সাবেক ডিফেন্ডার স্যানসনের।

    ১৯৩৯ সালে ১৫ বছর ২৫৫ দিন বয়সে স্প্যানিশ লিগে নাম লিখিয়েছিলেন স্যানসন। সে হিসাবে ৩৬ দিন কম বয়সে লা লিগার বল স্পর্শ করেছেন লুকা।

    বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়েছিল লুকা রোমেরোকে।

    অবশ্য তিনি মাঠে নামার আগেই ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। অভিষেকটা আনন্দময় হয়নি লুকার। ০-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তার দলের।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728