কবুতরকে খাবার দিতে গিয়ে প্রাণ গেল তরুণের||rajshahirdorpon24
কবুতরকে খাবার দিতে গিয়ে প্রাণ গেল তরুণের||rajshahirdorpon24 |
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যৃৎস্পৃষ্টে জীবন মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভৈরব উপজেলা সদরের কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জীবন ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে কবুতরকে খাবার দিতে দু’তলা ভবনের ছাদে ওঠেন জীবন। এ সময় অসাবধানতাবশত ছাদের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।##
No comments