চেয়ারে পড়ে আছে রাজশাহীর প্রবীণ আইনজীবীর লাশ ।।rajshahirdorpon24
চেয়ারে পড়ে আছে রাজশাহীর প্রবীণ আইনজীবীর লাশ ।।rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
এ্যাডভকেট কৃষ্ণকুমার দাশ। থাকেন নগরীর কুমারপাড়া কালী মন্দিরের পাশে। করোনা উপসর্গ থেকে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয় ভর্তির জন্য। সেখান থেকে তাকে পাঠান হয় খ্রিষ্টান মিশন হাসপাতালে। তবে সেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসাসহ কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেয়।
পরে তার বন্ধু পুনরায় তাকে বাসায় রেখে যান অবিবাবিহত ৮৫ বছর বয়স্ক এই আইনজীবী। কিন্তু শুক্রবার সকালে তিনি রাজশাহী নগরীর কুমার পাড়া কালী মন্দিরের কাছে তার বাড়িতে চেয়ারে বসে থাকা অবস্থায় মারা যান। দুপুর পর্যন্ত তার নিথর দেহটি চেয়ারেই পড়ে ছিলো। করোনায় ভয়ে তার কাছে কেউ যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ। তিনি বলেন, মৃতের লাশ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সৎকারের ব্যবস্থা করা হবে।
No comments