পুঠিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ||rajshahirdorpon24
পুঠিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ||rajshahirdorpon24 |
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে হাসান আলী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত হাসান আলী উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নওপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে। আজ শনিবার (২৭ জুন) সকালে নিজ বাড়ির পাশে একটি ছোট্ট পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান তাকবীর হাসান জানান, সকালে ঘুম থেকে উঠে হাসান আলী বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পানিতে পড়ে তলিয়ে যায়। ওই সময় পরিবারের অন্যান্য সদস্যরা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। পরে ওই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তার সন্ধান শুরু করলে পুকুরের পানিতে তার মরদেহ ভেসে উঠে।
ঘটনার পর থেকে ওই পরিবারসহ এলাকায় শোকের ছাড়া নেমে পড়েছে বলেও জানান তিনি।##
No comments