করোনায় আক্রান্ত জেনেই বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা ||rajshahirdorpon24
করোনায় আক্রান্ত জেনেই বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী পৌর এলাকার বিনোদপুরে করোনায় আক্রান্ত জানার পর বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন তপন দত্ত (৪৫) নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তপন জানতে পারে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাড়িতে যায়। স্বাস্থ্যকর্মীরা চলে আসার পরপরই পরিবারসহ তিনি বাড়ি থেকে পালিয়ে যান।
আরোপড়ুন: https://www.rajshahirdorpon24.com/2020/06/rajshahirdorpon24_12.html?m=1
পরে বিকেলে স্বাস্থ্য বিভাগের লোকজন দ্বিতীয় দফায় তপন দত্তের বাড়িতে গিয়ে তাকে পাননি। রাত ১০টার মধ্যে তাকে বাড়ি ফেরার জন্য বলে যান প্রতিবেশীদের কাছে। সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভাজনচালা মোড়ে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করে তপন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় তপনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।##
No comments