Header Ads

  • সর্বশেষ খবর

    ফের বন্ধ হচ্ছে সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস ||rajshahirdorpon24

    ফাইল ফটো
    ফের বন্ধ হচ্ছে সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক
    করোনা পরিস্থিতি বিবেচনা এবং যাত্রী নিরাপত্তায় চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস চলাচল আগামী রোববার (২১ জুন) থেকে আবারও সাময়িক বন্ধ থাকবে।

    বাংলাদেশ রেলওয়ের অপারেশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। এছাড়া করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য রেলের অর্ধেক টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

    এ অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনায় কমে এসেছে। সব বিষয় বিবেচনা করেই দুটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728