৪,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর রিমান্ডে ||rajshahirdorpon24
৪,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর রিমান্ডে ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজধানীর মহাখালী এলাকা থেকে ৪,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এই দুজন হলেন-মো. জলিল (৪৩) ও মো. আলী মিয়া (৩১)।
বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে।
সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা যায়, মঙ্গলবার তাদের দুইজনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার বিকেল ৪টার দিকে ডিবি দক্ষিণের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এরপর তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়।##
No comments