Header Ads

  • সর্বশেষ খবর

    সাতকানিয়ায় যুবলীগ নেতা হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত||rajshahirdorpon24

    সাতকানিয়ায় যুবলীগ নেতা হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    সাতকানিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা মোসাদ্দেকুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মাদক সম্রাট মো. সোহেল বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

    শুক্রবার (২৬ জুন) রাত আড়াইটায় উপজেলার রূপকানিয়া ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়ার গাজীর পাড়া কুতুবুর দীঘির পাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
    সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    পুলিশের দাবি, এতে সাতকানিয়া থানার ৫ পুলিশ আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার আসরের নামাজের পরে মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালসহ মাদক নির্মূল কমিটির আরও কয়েকজন মিলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ইয়াবা ডন সোহেলের কর্মকাণ্ডের প্রতিবাদ করেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল অতর্কিতভাবে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেয়ার পথে মোসাদ্দেকের মৃত্যু হয়।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728