প্রাণঘাতী করোনায় প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের মৃত্যু, আশঙ্কাজনক ৩০ ।।rajshahirdorpon24
প্রাণঘাতী করোনায় প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের মৃত্যু, আশঙ্কাজনক ৩০ ।।rajshahirdorpon24 |
প্রাণঘাতী করোনায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন শিক্ষক মারা গেছেন। এ পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়েছেন। প্রায় ৩০ জনের অবস্থা মুমূর্ষু।
সোমবার একদিনে ২৫ জন করোনা শনাক্ত হলেও এদিন একজনও সুস্থ হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) ওয়েবসাইটের করোনা আপডেট থেকে এসব তথ্য জানা গেছে।
দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে করোনা আক্রান্তদের তথ্য সংগ্রহ করে ডিপিই’র ওয়েবসাইটে প্রতিদিন তথ্য আপডেট করা হচ্ছে।
এ পর্যন্ত প্রাথমিকের ১৬৬ জন শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ৯ জন কর্মচারী ও ৯ জন শিক্ষার্থী অচেনা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন শিক্ষক মারা গেছেন। পর্যায়ক্রমে এ পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন শিক্ষক, ৪ জন কর্মকর্তা, কর্মচারী একজন ও ৪ জন শিক্ষার্থী রয়েছেন। গতকাল ২৫ জন শনাক্ত হলেও এ সময়ের মধ্যে কেউ সুস্থ হয়নি।
দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৬৫ জন, খুলনায় ৭ জন, বরিশালে ১৪ জন, সিলেটে ২০ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ৯ জন রয়েছেন।
এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মো. জোবায়দুর রহমান কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। হলি ফ্যামিলি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরো পড়ুন : গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ১৯৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু৪ https://www.rajshahirdorpon24.com/2020/06/rajshahirdorpon24_0.html
জানা গেছে, করোনা আক্রান্ত প্রাথমিক শিক্ষকদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা মুমূর্ষু। নিজ উদ্যোগেই নানাভাবে চিকিৎসা নিচ্ছেন তারা। নিম্ন বেতনের প্রাথমিক শিক্ষকরা কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে বড় ধরনের সংকটে পড়েছেন। পরিবারের সদস্যরাও কেউ কেউ আক্রান্ত হয়েছেন।এ ব্যাপারে ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা কেউ কোভিড-১৯ আক্রান্ত হলে তার তথ্য সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটে যুক্ত করা হচ্ছে। তার চিকিৎসার জন্য সার্বিক সহায়তা দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমান মহামারি যতদিন স্বাভাবিক না হবে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে। পাশাপাশি দেশের যেখানেই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী আক্রান্ত হবে তাদের তথ্য সংগ্রহ করে সার্বিক সহায়তা দেয়া হবে। আক্রান্তদের সুস্থতায় তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন ##
No comments