Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের নমুনায় করোনা পাওয়া গেছে,মৃতের সংখ্য ৩৮ ।।rajshahirdorpon24

    রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের নমুনায় করোনা পাওয়া গেছে,মৃতের সংখ্য ৩৮।।rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদক : 
    রাজশাহী বিভাগে আট জেলায় করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের নমুনায় করোনা পাওয়া গেছে। এ দিন মারা গেছে আরও চারজন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৩৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। বুধবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ১১ জন, নাটোর চারজন, বগুড়ায় ১৮৬ জন, সিরাজগঞ্জে ২০ জন ও পাবনায় তিনজন। তবে বিভাগের অপর দুই জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান।

    ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত দুই হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় এক হাজার ৭০২ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ১৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন, নওগাঁয় ২২০ জন, নাটোরে ৯০ জন, জয়পুরহাটে ২৩৮ জন, সিরাজগঞ্জে ২৩২ জন ও পাবনায় ২১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

    তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ৩৮ জন। এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এখন পর্যন্ত রাজশাহীতে তিনজন, নওগাঁয় চারজন, নাটোরে একজন, বগুড়ায় ২২ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

    গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ৩৭ জন। এ নিয়ে বিভাগে সুস্থ্য হয়েছেন ৬২০ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৪৯, চাঁপাইনবাবগঞ্জে ৪৭ জন, নওগাঁয় ১৪৩ জন, নাটোরে ৫১ জন, জয়পুরহাট ১৩৬ জন, বগুড়ায় ১৫৩ জন, সিরাজগঞ্জ ১৬ জন ও পাবনায় ২৫ জন।

    ডা. গোপেন্দ্র নাথ বলেন, তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728