পুঠিয়ায় মোটরসাইকেলসহ দুই ভিআইপি ছাগল চোরকে আটক ||rajshahirdorpon24
পুঠিয়ায় মোটরসাইকেলসহ দুই ভিআইপি ছাগল চোরকে আটক ||rajshahirdorpon24 |
নিজেস্ব প্রতিেবদকঃ
রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলসহ দুই ভিআইপি ছাগল চোরকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।
আটক ছাগল চোরের হলো, নাটোর জেলার হারিগাছা এলাকার লেবে মিয়ার ছেলে রাশেদ আলী (২০) ও একই জেলার পন্ডিতগ্রাম হরিগাছা এলাকার জহির আলীর ছেলে হানিফ আলী (২০)। পুঠিয়া থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে আটক দুইজন একটি ছাগল চুরি করে মোটরসাইকেল যোগে বানেশ্বের হাটে নিয়ে আসে। সেখানে হাটে গাছল ক্রয়-বিক্রয় করতে আসা মানুষের তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তারেকে আটক করে জিজ্ঞাসাবদ শুরু করে। পরে তারা ছাগটি চুরি করার কথা স্বীকার করে।
সেসময় পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুঠিয়া থানা পুলিশের এস আই সাজ্জাদ হোসেন ও তার ফোর্স তাদেরকে একটি লাল পালর্সার মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আশে।
এব্যপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, বানেশ্বর হাটে ছাগল চুরি করে বিক্রির সময় হাতে নাতে রাশেদ আলী ও হানিফ আলী নামের দুই জনকে আটক করা হয়। ছাগল মালিক শুকুর শেখ দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করছে। আসামীরে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হবে।##
No comments